ক্রমানুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম
[bs-quote quote=”ওয়ারেন্ট অব প্রিসিডেন্ট হল একটি প্রোটোকল তালিকা বা রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদ সমূহের ক্রমবিন্যাস। একজন ব্যক্তি যখন একের অধিক পদ ধরে রাখে তখন সর্বোচ্চ পদটি হিসাব করা হয়।এটি শুধুমাত্র রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থা, রাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় তাদের বিদায় ও অভ্যর্থনা জানানো এবং সমপর্যায়ের বিদেশি অতিথিদের দেশে স্বাগত ও পরে বিদায় জানানোর আনুষ্ঠানিকতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর কোনো আইনি ভিত্তি নেই। সরকারের দৈনন্দিন কার্যক্ষেত্রেও এটি প্রযোজ্য হয় না বা কোন ভুমিকা রাখে না।” style=”style-13″ align=”left” author_name=”ক্রমানুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম” author_avatar=”https://nu-edu-bd.net/wp-content/uploads/2018/03/nu-edu-bd.net_.jpg”][/bs-quote]
তাহলে জেনে নেই সর্বশেষ জারিকৃত পদমানক্রমে ২৫টি স্তরের ক্রমিক অবস্থান/ওয়ারেন্ট অব প্রিসিডেন্ট তালিকাটিঃ
১ ক্রম
-
বাংলাদেশের রাষ্ট্রপতি
২ ক্রম
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী
৩ ক্রম
-
জাতীয় সংসদের স্পিকার
৪ ক্রম
-
বাংলাদেশের প্রধান বিচারপতি
-
প্রাক্তন রাষ্ট্রপতিবৃন্দ
৫ ক্রম
-
বাংলাদেশের মন্ত্রীবর্গ
-
প্রধান হুইপ
-
সংসদের ডেপুটি স্পিকার
-
সংসদের বিরোধীদলীয় নেতা
৬ ক্রম
-
মন্ত্রিপরিষদের সদস্য না হয়েও মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি
-
মন্ত্রীপরিষদের সদস্য
-
ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র
৭ ক্রম
-
বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও কমনওয়েলথভুক্ত দেশসমূহের হাইকমিশনারগণ
৮ ক্রম
-
প্রজাতন্ত্রের প্রতিমন্ত্রিগণ
-
সংসদে বিরোধী দলীয় উপনেতা
-
হুইপ
-
প্রধান নির্বাচন কমিশনার
-
পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান
-
সুপ্রিম কোর্টের বিচারকগণ (আপীল বিভাগ)
৯ ক্রম
-
প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিগণ
-
রংপুর সিটির মেয়র
-
নির্বাচন কমিশনারগণ
-
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকগণ
১০ ক্রম
-
প্রজাতন্ত্রের উপমন্ত্রিগণ
১১ ক্রম
-
উপমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিবর্গ
-
নারায়ণগঞ্জ সিটির মেয়র
-
বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতবর্গ
১২ ক্রম
-
মন্ত্রি পরিষদ সচিব
-
মুখ্য সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়)
-
সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ
১৩ ক্রম
-
জাতীয় সংসদ সদস্যগণ
১৪ ক্রম
-
বাংলাদেশে নিযুক্ত নন এমন সফররত বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ
১৫ ক্রম
-
এটর্নি জেনারেল
-
কম্পট্রোলার ও অডিটর জেনারেল
-
বাংলাদেশ ব্যাংকের গভর্নর
-
ন্যায়পাল
১৬ ক্রম
-
সরকারের সচিবগণ
-
সেনাবাহিনীর মেজর জেনারেল এবং নৌ ও বিমান বাহিনীর সমপদমর্যাদার অফিসারগণ
-
পুলিশের ইন্সপেক্টর জেনারেল
-
পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান
-
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান
১৭ ক্রম
-
সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত সরকারি কর্মকর্তাবৃন্দ
-
বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণ
-
জাতীয় অধ্যাপকগণ
-
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক
১৮ ক্রম
-
পৌর কর্পোরেশনের মেয়রগণ (এলাকায়)
১৯ ক্রম
-
সরকারের অতিরিক্ত সচিবগণ
-
বাংলাদেশে নিযুক্ত সাময়িক দায়িত্বপ্রাপ্ত বিদেশি রাষ্ট্রদূতগণ
-
বাংলাদেশী রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ
-
বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেডের প্রফেসরগণ
-
রাষ্ট্রীয় কর্পোরেশনসমূহের চেয়ারম্যান
-
কমিশনের চেয়ারম্যান
-
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক
২০ ক্রম
-
অতিরিক্ত সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাগণ
-
বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক
-
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান
-
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যগণ
-
পাবলিক সার্ভিস কমিশনের সদস্যগণ
-
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার
২১ ক্রম
-
সরকারের যুগ্ম সচিবগণ
-
বিভাগীয় কমিশনারগণ (দায়িত্বের আওতায়)
-
পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল
-
চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
-
সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এবং নৌ ও বিমান বাহিনীর সমপদমর্যাদার অফিসারগণ
-
সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ
২২ ক্রম
-
যুগ্ম সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাগণ
-
বিভাগীয় কমিশনারগণ (নিজ দায়িত্ব আওতার বাহিরে)
-
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক
-
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (দায়িত্বের আওতায়)
-
কারা মহাপরিদর্শক
-
সেনাবাহিনীতে পূর্ণ কর্নেল পর্যায়ের অফিসার এবং সম পর্যায়ের নৌ ও বিমান বাহিনীর অফিসারবৃন্দ
২৩ ক্রম
-
অতিরিক্ত কমিশনারগণ (নিজ নিজ দায়িত্বের আওতায়)
-
পৌর কর্পোরেশনের মেয়রগণ (নিজ দায়িত্বের আওতার বাহিরে)
২৪ ক্রম
-
জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ (নিজ নিজ দায়িত্বের আওতায়)
-
জেলা প্রশাসক (দায়িত্বের আওতায়)
-
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ( দায়িত্বের আওতা বহির্ভূত)
-
জেলা ও দায়রা জজ (দায়িত্বের আওতায়)
-
সেনাবাহিনীর লেফটেন্যাণ্ট কর্নেল এবং নৌ ও বিমান বাহিনীর সমপর্যায়ের অফিসারগণ
২৫ ক্রম
-
প্রথম শ্রেণীর পৌরসভার চেয়ারম্যান (দায়িত্বের আওতায়)
-
উপজেলা পরিষদের চেয়ারম্যান (দায়িত্বের আওতায়)
-
সিভিল সার্জন (দায়িত্বের আওতায়)
-
সরকারের উপ সচিবগণ
-
সেনাবাহিনীর মেজর পর্যায়ের অফিসার এবং বিমান ও নৌবাহিনীর সমপর্যায়ের অফিসারবৃন্দ
-
পুলিশ সুপার (দায়িত্বের আওতায়)
মন্ত্রি পরিষদ বিভাগের রাষ্ট্রীয় শিষ্টাচার/প্রটোকলে ২০০৩ সাল পর্যন্ত ওয়ারেন্ট অব প্রিসিডেন্ট এর তালিকা আপগ্রেড করা হয়েছে।কিন্তু বর্ণিত তালিকায় সময়ে সময়ে জারিকৃত আদেশের মাধ্যমে তথ্য সংযোজন করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলা উইকেপেডিয়া।
ছবি: মাননীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান।
